কীভাবে কোনো গাড়ির থ্রটল বডি খুব সহজেই পরিষ্কার রাখবেন?

29 Jun 2025

আপনি কি গাড়ির থ্রটল বডি সম্পর্কে অবগত আছেন? যদি না থাকেন, তাহলে আপনি একদম সঠিক পেজ এ আছেন কারণ এই প্রবন্ধটিতে আমরা গাড়ির থ্রটল বডি কীভাবে পরিষ্কার রাখতে হয় তাই নিয়ে আলোচনা করবো। গাড়ির থ্রটল বডি এমন একটি জিনিষ যা ইঞ্জিনের মধ্যে হাওয়া চলাচল নিয়ন্ত্রণ করে। বেশিরভাগ জ্বালানি-চালিত ইঞ্জিনের ক্ষেত্রে এই থ্রটল বডিগুলি এয়ার ফিল্টার ও গ্রহণ নালির মধ্যে অবস্থিত থাকে। গাড়ির থ্রটল বডি পরিষ্কার রাখলে আপনার গাড়ি বছরের পর বছর খুব ভালোভাবে চলবে। আপনিও কি গাড়ির ইঞ্জিন ডি-কার্বোনাইজেশন সেবা পেতে ইচ্ছুক? তাহলে যোগাযোগ করুন ডক্টর বাহন-এর সাথে।

আপনারা হয়তো অনেকেই জানেন না যে অপরিষ্কার থ্রটল বডি কিন্তু ধীরে ধীরে ইঞ্জিনের কর্মক্ষমতাকে হ্রাস করে। সেইজন্যেই গাড়ির থ্রটল বডি পরিষ্কার রাখা খুব প্রয়োজন। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে গাড়ির থ্রটল বডিটাকে পরিষ্কার করবেন, তাইতো? এইক্ষেত্রে বলে দেওয়া প্রয়োজন যে গাড়ির থ্রটল বডি পরিষ্কার করা খুবই সহজ এবং এতে কোন বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। আপনি খুব সহজেই ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আপনার গাড়ির থ্রটল বডি পরিষ্কার করে নিতে পারবেন।

আমরা সাজেস্ট করি প্রত্যেক তিন হাজার মাইলে আপনার গাড়ির থ্রটল বডি পরিষ্কার করা উচিত। গাড়ির খারাপ থ্রটল বডির লক্ষণগুলি হলো ইঞ্জিনের শক্তি কমে যায়, জ্বলন্ত চেক ইঞ্জিনের আলো, থেমে থেমে চলা এবং বিরল ক্ষেত্রে আগুন ধরে যাওয়া। অপরিষ্কার থ্রটল বডি আপনার গাড়ির ত্বরণ এবং জ্বালানি সাশ্রয় কমিয়ে দিতে পারে। তাই গাড়ি থ্রটল বডি পরিস্কার করা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। চলুন তাহলে কিভাবে গাড়ির থ্রটল বডি পরিষ্কার করতে হয় দেখে নিই।

গাড়ির থ্রটল বডি পরিস্কার করার কয়েকটি সহজ উপায়

আপনি কি আপনার গাড়ির থ্রটল বডি পরিষ্কার করার উপায়গুলি সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে এই ব্লগটি পুরোটা পড়তে থাকুন কারণ নিচের অংশটিতে আমরা গাড়ির থ্রটল বডি পরিষ্কার করার কয়েকটি খুব সহজ উপায় আলোচনা করব।

থ্রটল বডি চিহ্নিতকরণ ও বিযুক্তিকরণ

গাড়ির থ্রটল বডি পরিষ্কার করার সর্বপ্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায়টি হলো এইটির চিহ্নিতকরণ এবং বিযুক্তিকরণ। আমরা আগেই বলেছিলাম যে বেশিরভাগ জ্বালানি-চালিত ইঞ্জিনের ক্ষেত্রে এই থ্রটল বডিগুলি এয়ার ফিল্টার ও গ্রহণ নালির মধ্যে অবস্থিত থাকে। তারপরেও যদি আপনি থ্রটল বডি চিনতে না পারেন, সর্বদা একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আপনার গাড়ির থ্রটল বডি চিহ্নিতকরনের পর গাড়ির ব্যাটারি এবং যাবতীয় নালি গুলিকে বিযুক্ত করুন। এটি করার সময় সতর্ক থাকবেন এবং গাড়ির ইঞ্জিন বন্ধ করতে ভুলবেন না। গাড়ির উপকারী ডি-কার্বোনাইজেশন সেবা পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

পরিষ্কারক নিক্ষেপণ

আপনার গাড়ির থ্রটল বডি পরিষ্কার করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায়টি হলো পরিষ্কারক নিক্ষেপণ। থ্রটল বডিটি পরিষ্কার করার সময় প্রয়োজনীয় গ্লাভস এবং চশমা ব্যবহার করতে ভুলবেন না। এইগুলির ব্যবহার আপনাকে যে কোন বিপজ্জনক পরিস্থিতির হাত থেকে রক্ষা করবে। গাড়ির থ্রটল বডি পরিষ্কারের সময় পরিষ্কারকটি দেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করুন এবং ভিজিয়ে রাখুন। এটি আপনাকে সম্পূর্ণ কার্যটি সুবিধা জনক ভাবে করতে সাহায্য করবে।

থ্রটল বডি পরিষ্করন

পরিষ্কারক নিক্ষেপনের পর অপর একটি গুরুত্বপূর্ণ উপায় হলো থ্রটল বডিটির গভীর পরিস্করন। থ্রটল বডিটিকে পরিষ্কার করতে প্রথমে ধীরে ধীরে টুথব্রাশ দিয়ে এটিকে ঘষুন। এটি আপনাকে অত্যন্ত কঠিন জায়গার ময়লা গুলিকে তুলে ফেলতে সাহায্য করবে। এরপর একটি কাপড়ের বা পেপারের টাওয়াল দিয়ে ময়লাটিকে মুছে ফেলুন। এরপরেও যদি কোথাও আরো ময়লা থেকে যায় তাহলে আবার পরিষ্কারকটি দিন এবং সেটিকে ঘষুন এবং মুছে ফেলুন যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণপরিষ্কার হয়ে যাচ্ছে।

ময়লাটি মুছে ফেলার সময় খেয়াল রাখুন যাতে কোনভাবেই আপনি থ্রটল বডির সেন্সরটিকে আঘাত না করেন। সম্পূর্ণ পরিষ্কার কার্যটি হয়ে যাওয়ার পর থ্রটল বডিতে লুব্রিকেটর প্রয়োগ করুন এটিকে মসৃণভাবে চালানোর জন্য। আপনি কি আপনার গাড়ির জন্য উপকারী ইঞ্জিন ডি-কার্বোনাইজেশন সেবা খুঁজছেন? তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।

এম.এ.ফ সেন্সর পরিস্করণ

এম.এ.ফ সেন্সর অথবা মাস্ এয়ারফ্লো সেন্সর ইঞ্জিনের মধ্যে সঠিক হাওয়া চলাচল নিয়ন্ত্রণ করে। এম.এ.ফ সেন্সর আপনার গাড়িটিকে ভালোভাবে চলতে সাহায্য করে এবং ভালো মাইলেজ দিতে সাহায্য করে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার গাড়ির এম.এ.ফ সেন্সর পরিষ্কার করবেন। প্রথমে এম.এ.ফ সেন্সরটিকে চিহ্নিতকরণ করুন। এম.এ.ফ সেন্সর একটি ছোট কালো বাক্স যেইটি থ্রটল বডি এবং এয়ার ফিল্টার বাক্সের মাঝখানে অবস্থিত থাকে।

এরপর একটি স্স্ক্রু-ড্রাইভার এর সাহায্যে এই সেন্সরটির স্স্ক্রু-গুলিকে খুলে আনুন। এরপর এম.এ.ফ সেন্সর পরিষ্কার করার স্ট্র-টিকে ৪ ইঞ্চি দূর থেকে ধরুন এবং ১০ থেকে ১৫ বার স্প্রে করুন যতক্ষণ না তার অথবা প্লেট গুলি পরিষ্কার হচ্ছে। এইবারে এম.এ.ফ সেন্সরটিকে এক ঘন্টা রেখে দিন যাতে সেটি সম্পূর্ণভাবে শুকনো হয়ে যায়। এম.এ.ফ সেন্সর পরিষ্করণ একটু সম্পূর্ণ ঐচ্ছিক ধাপ যেটি আপনি চাইলে এড়িয়ে ও যেতে পারেন।

পুনরায় থ্রটল বডি একত্রীকরণ

এম.এ.ফ সেন্সর পরিস্কারন কার্যটি সম্পন্ন হওয়ার পর থ্রটল বডির খোলা নালী এবং তার গুলিকে একত্র করুন এবং জোড়া লাগান। একবার জোড়া লাগানো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সমস্ত সংযোগ গুলিকে এক থেকে দুইবার পরীক্ষা করুন।

উপসংহার

আশা করি থ্রটল বডির ওপরে এই প্রবন্ধটি আপনাদের অনেক সাহায্য করবে। থ্রটল বডির পরিষ্করণ একটি উপযোগী দক্ষতা যা আপনাকে আপনার গাড়ির কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করবে। থ্রটল বডির পরিস্করনকে আপনার গাড়ির রক্ষণাবেক্ষণের একটি নিয়মিত ধাপ করে তুলতে যোগাযোগ করুন ডক্টর বাহন-এর সাথে। ডক্টর বাহন একটি বিশেষ সংস্থা যা গাড়ির উপকারী ডি-কার্বোনাইজেশন সেবা প্রদান করে। সুতরাং কলকাতা এবং হাওড়ার মধ্যে গাড়ি সংক্রান্ত ডি-কার্বোনাইজেশন সেবা পেতে যোগাযোগ করুন ডক্টর বাহন-এর সাথে।

Related Blogs